সকল সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার উপায় - Ways to stop all SIM money cutting services
আমি আপনাকে শেখাতে যাচ্ছি কিভাবে ফোনের টাকা গায়েব হওয়া ন্ধ করা যায় ।
মোবাইলে ব্যালেন্স অহেতুক কমে যাচ্ছে? কথা না বলার পরেও ব্যালেন্স শূন্য হয়ে যাচ্ছে? - মোবাইল নিয়ে এমন বিড়ম্বনায় পরেন নাই এমন ইউজার খুজে পাওয়া দুষ্কর হবে হয়ত। আসুন বিভিন্ন মোবাইল অপারেটরের গোপন চুরি বন্ধ করার উপায় জেনে নিয়ে প্রতিরোধ গড়ে তুলি। নিজের ব্যালেন্সকে অটুট রাখি।
রবি(Robi)
Dial: *123*6*13#
বাংলালিঙ্ক (Banglalink)
Dial: *121*5*1*2*1#
গ্রামীনফোন (Grameenphone)
Dail: *121*6*4#

Comments
Post a Comment