মুসলিম বিশ্বের অন্যতম আলেম মুফতি মুহাম্মদ ত্বকি ওসমানি ভারতের বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে বললেন-

কাশ্মীরের গণহ’ত্যা প্রতিরোধে গোটা মু’সলিম বিশ্বকে ত্বকি ওসমানির বার্তা

কাশ্মীরের গণহ’ত্যা প্রতিরোধে গোটা মু’সলিম বিশ্বকে ত্বকি ওসমানির বার্তা

কাশ্মীরের মু’সলমান আর কতকাল মা’র খাবে? গণহ’ত্যার শিকার হবে? বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াবে? খাদ্য, বস্ত্র, বাসস্থান ও অধিকার থেকে বঞ্চিত হবে? কোনো সমস্যা হলে নারীরাই বা কেন নি’র্যাতন বয়ে বেড়াবে?

এমন হাজারো প্রশ্ন ওঠে আসছে বিশ্বের বিভিন্ন মহল থেকে। সম্প্রতি কাশ্মীরের প্রসঙ্গে টুইট করেছেন বিশ্ববরেণ্য আলেম মুফতি ত্বকি ওসমানি।

কাশ্মীরের এ সব অ’ত্যাচার নি’র্যাতন ও হ’ত্যায় আর কতকাল চুপ থাকবে কাশ্মীরের জনগণ- এমন প্রশ্ন রেখে মজলুম মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে এক টুইট বার্তায় আবেদন জানিয়েছেন মু’সলিম বিশ্বের অন্যতম আলেম মুফতি মুহাম্ম’দ ত্বকি ওসমানি।

৮ আগস্ট রাত ২ টায় দেয়া এক টুইট বার্তায় ভারতের বি’রুদ্ধে গোটা মু’সলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

টুইটে আল্লামা ত্বকি ওসমানি উল্লেখ করেন, ‘মু’সলিম বিদ্বেষী ভারত সরকার প্রতি সপ্তাহে শত শত কাশ্মীরিকে হ’ত্যা করছে। ভারত কাশ্মীরকে আরেক ফিলিস্তিন বানাতে চায়। মু’সলমানদের কাশ্মীর থেকে তাড়িয়ে সেখানে হিন্দুদের বসতি স্থাপন করতে চায়।’

কাশ্মীরের জনগণ মু’সলিম বিশ্বের কাছে জানতে চায়, ‘তাদের রক্ষার জন্য মু’সলিম বিশ্ব সরব হচ্ছে না কেন? আরব জাতিরা কেন এখনও ঘুমিয়ে আছে?

উল্লেখ্য যে, কাশ্মীরের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতিমধ্যে অসহায় কাশ্মীরের জনগণ খাদ্য সংকটে দিনযাপন করছে। কাশ্মীরের বাইরে থাকা কাশ্মীরিরা তাদের আত্মীয়-স্বজনের সঙ্গেও কোনো যোগাযোগ করতে পারছে না। যারা কাশ্মীরে অবস্থান করছে তারা কেউ বাড়ির বাইরে বের হতে পারছে না। যারা বের হচ্ছে তারা গ্রে’ফতার হচ্ছে।

Comments

Popular posts from this blog

Banglalink 39 Taka Recharge Offer New

How To Connect Devices To Test Facebook Audience Network Ad [Test device IDFA - AAID ]

FTP Movie Server Bangladesh