ভেঙে যাচ্ছে ভারত!

জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার মাধ্যমে দেশটির ভাঙন শুরু হয়েছে বলে কড়া মন্তব্য করেছেন প্রবীণ কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।

সোমবার (৫ আগস্ট) রাজ্যসভা থেকে বের হয়ে পি চিদম্বরম বলেন, এখন থেকে শুরু হলো ভারতের ভাঙন।


অন্যদিকে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেছেন, এর মাধ্যমে ভারতীয় সংবিধানকে হত্যা করা হলো।

চিদম্বরম পুরো দেশকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এটা যদি জম্মু-কাশ্মীরের সঙ্গে করা যায়, তা হলে দেশের অন্য রাজ্যগুলোর প্রত্যেকটার সঙ্গেই করা যেতে পারে।’

Comments

Popular posts from this blog

Banglalink 39 Taka Recharge Offer New

How To Connect Devices To Test Facebook Audience Network Ad [Test device IDFA - AAID ]

FTP Movie Server Bangladesh